স্টাফ রিপোর্টার: মিরকাদিমে প্রবাসী ও দেশী মানব কল্যান সংস্থার দুই বছর পূর্তি উৎসব হয়েছে। বৃহস্পতিবার রাতে সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উত্তর রামগোপালপুর এলাকায় কেক কেটে দিবসটি পালিত হয়। এতে প্রবাসী ও দেশী মানব কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ সোহেলের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো: খোকন,মো: শাহাদাত,মফিজ,রেজা,রনি,লিমন,মোস্তাক,বাদল,ফারুক,লিটন,পিয়ার হোসেন ও মো: অনিক সহ অন্যরা । সংগঠনটি ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে।
Be the first to comment on "মিরকাদিমে প্রবাসী ও দেশী মানব কল্যাণ সংস্থার দ্বিতীয় পূর্তি উৎসব"