স্টাফ রিপোর্টার: :মুন্সীগঞ্জ সদরের বজ্রযোগীনিতে চালু হয়েছে অতীশ দীপঙ্কর শিশুপার্ক। বজ্রযোগিনীতে অতীশ দীপঙ্কর অডিটোরিয়াম প্রাঙ্গণে এটি চালু হয়েছে। এই পার্কের নাম রাখা হয়েছে অতীশ দীপঙ্কর শিশুপার্ক। শিশুদের মেধা মনন বিকাশের লক্ষ্যে এই শিশু পার্ক করা হয়েছে। এতে বিভিন্ন ধরনের রাইডার আনা হবে বলে জানা গেছে। মঙ্গবার বিকালে সরেজমিনে গিয়ে বিভিন্ন শিশুদের রাইডারে আনন্দ উপভোগ করতে দেখা গেছে। এসময় শিশু পার্কে আসা পর্যটক শিশু আয়মান বলেন, এ পার্কে এসেছি বাবা মায়ের সাথে।এসে খুব ভাল লেগেছে। রাইডারে উঠেছি। আবারো আসবো। পার্কটি শুরুর পর থেকে পর্যটকদের আগ্রহ বাড়ছে। পার্কের ইজারাদার রুহুল আমিন সবুজ বলেন, শিশুদের বিনোদনের কথা চিন্তা করে জেলা পরিষদের মালিকানাধীন এ জায়গাটি আধুনিক একটি শিশু পার্কের জন্য নেয়া হয়েছে। এখানে বিভিন্ন ধরনের রাইডার আনা হচ্ছে। অনেক শিশুরা আসছেন।পরিবারের নিয়ে আসছেন।
Be the first to comment on "বজ্রযোগিনী অতীশ দীপঙ্কর শিশু পার্কে শিশুদের মেলা"