স্টাফ রিপোর্টার: অস্ট্রিয়ায় বিক্রমপুর মুন্সীগঞ্জ সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বৈশাখ উদ্বোধন করা হয়েছে। রবিবার স্থানীয় সময় বিকালে অস্ট্রিয়ায় এ আয়োজন করা হয়। করোনা মহামারির কারণে গেল দুই বছর কোনো আয়োজন না থাকলেও বিধিনিষেধ না থাকায় এবার যেন প্রাণ ফিরে পেয়েছেন মুন্সীগঞ্জ বিক্রমপুরের প্রবাসীরা।
এতে সংগঠনটির সভাপতি মো: নয়ন হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মো: মনির হোসেন, সাবেক সভাপতি মোরাদ কোরায়েশী আশিক, সহ- সভাপতি হাবিবুর রহমান, সাবেক সভাপতি শাহ কামাল, সাবেক সভাপতি শেখ শহীদ, সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ আমিনুল ইসলাম,সাবেক সাধারণ সম্পাদক লিমন রহমান, সদস্য আরিফ রহমান, সায়েদুর রহমান, কায়কোবাদ হোসেন , মামুন, ইসলাম, রাসেল শেখ, নাহিদুল হান্নান খান নাহিদ, সিনিয়র সদস্য চঞ্চল রহমান, সাবেক সহ-সভাপতি মিঠু মাঝি ,সহ-সভাপতি হামিদুল চৌধুৱী প্ৰিন্স, সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন শাওন ও সদস্য কবির হোসেন সদস্য সহ অন্যরা।
এসময় স্থানীয় শিল্পী গোষ্ঠী মনোমুগ্ধকর গান পরিশেন করেন। এতে বিক্ৰমপুরের ঐতিহ্যবাবী পিঠা মিষ্টি দই চটপটি তৈরি কোথায় হয়।এতে উপস্থিত ছিলেন অস্ট্রিয়ায় জম্ম নেওয়া বিক্ৰমপুরের একঝাঁক শিশুরা।
Be the first to comment on "অস্ট্রিয়ায় মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির ঈদপুনর্মিলনী ও বৈশাখ উদযাপন"