স্টাফ রিপোর্টার: রামপাল এনবিএম উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মোস্তফা আলম জিডির বাবা দালালপাড়া নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী মো: মহিউদ্দিন (৫৮) আর নেই। ঈদের দিন মঙ্গলবার ভোরে ইন্ডিয়ার বোম্বে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি.. রাজিউন)। মৃত্যুকালে স্ত্রীসহ তিনপুত্র ও আত্মীয় স্বজন সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার বাদ আসর রামপাল হাইস্কুল মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে তার মাগফেরাত কামনায় দোয়া চাওয়া হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আ.লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এড মৃণাল কান্তি দাস।
Be the first to comment on "বিশিষ্ট ব্যবসায়ী মো: মহিউদ্দিন মারা গেছেন"