সিরাজদিখানে খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয়ে ২০০৪ ব্যাচের ঈদ পুনর্মিলনী

নাজমুল মোল্লা, সিরাজদিখান  প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০০৪ এর ব্যাচের আলোচনা সভা ও ঈদ পুর্নমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বুধবার ৪ মে বিকালে উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ প্রাঙ্গনে এই আলোচনা সভা ও ঈদ পুর্নমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় নাজমুল মোল্লা, জাসেদ শেখ,জাহিদ হোসেন, জিলানী, ইস্রফিল বাউল, ফারুক,শাহআলম, হাসান,বরকত উল্লাহ,ফারুক হাসান,আনোয়ার, ওয়াদুদ,সুমন,রাসেল,রুহুল আমিন,শাহআলী,মামুন,আরিফ,সুজন,জুবায়ের,ফারুক,আলমগীর গাজী,শামিম,আসরাফ,আবুল কালাম,আসরাফ,জনি,আয়নাল হক,জাহিদ(২),আবির হাসান(২),মহসিন,সহ খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০০৪ এর ব্যাচের সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 

Be the first to comment on "সিরাজদিখানে খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয়ে ২০০৪ ব্যাচের ঈদ পুনর্মিলনী"

Leave a comment

Your email address will not be published.


*