ডেস্ক রিপোর্ট: সৌদির সঙ্গে মিল রেখে মুন্সীগঞ্জের ৯টি গ্রামে সোমবার (২ মে) ঈদুল ফিতর উদ্যাপিত হচ্ছে।
গ্রামগুলো হচ্ছে- সদর উপজেলার আনন্দপুর, শিলই, নায়েবকান্দি, আধারা, মিজিকান্দি, কালিরচর, বাংলাবাজার, বাঘাইকান্দির ও কংসপুরা একাংশ।
সোমবার সকাল ৯টায় খোলা মাঠে স্থানীয় ঈদগায়ে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এ সময় কোলাকুলিসহ আনন্দে মেতে উঠেন গ্রামবাসী।
গ্রামগুলোর জাহাগীর তরিকার কয়েক হাজার মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে এবারও একদিন আগে ঈদ উদ্যাপন করছে।
Be the first to comment on "সৌদির সঙ্গে মিল রেখে আজ মুন্সীগঞ্জের ৯ গ্রামে ঈদ"