মাহবুব আলম জয়: ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে বজ্রযোগিনী ইউনিয়নে রামশিং সেবা ফাউন্ডেশনের উদ্যোগে .৭’শ ৫০ জন শ্রমজীবী মানুষের ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় রামশিং স্কুল মাঠে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী মো:
সিরাজুল ইসলাম বেপারী, বজ্রযোগিনী ইউপি প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য মো: মনিরুজ্জামান নান্নু , মালেক বেপারি, জয়নাল আবেদীন, আবু তাহের সেলিম, শনি মৃধা ও রিপন হাওলাদার ও ইউপি সদস্য আন্না আক্তার সহ রামশিং সেবা ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ।আর্তমানাবতার সেবায় ২০১৭ সালে সংগঠনটি প্রতিষ্ঠাতা করেন রামশিং এলাকাবাসী।
Be the first to comment on "রামশিংয়ে ঈদ সামগ্রী পেল ৭’শ ৫০ পরিবার"