স্টাফ রিপোর্টার: বিনা খরচে নিন আইনি সহায়তা শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা এই প্রতিপাদ্য কে সামনে রেখে বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতি ভবনে বিকাল সাড়ে ৪ টায় জেলা আইন সহায়তা দিবস ২০২২ অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন জাতীয় আইনগত সহায়তা কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ, মোঃ আমজাদ হোসেন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আব্দুল মোমেন পি পি এম, সিভিল সার্জন ডঃ মঞ্জুরুল আলম,অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোতাহারাত ভূইয়া,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিলু রায়,বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া রহমান, পিপি আ এডঃ আঃ মতিন,জিপি এডঃ লুৎফর রহমান, আইনজীবি সমিতির সভাপতি অজয় কুমার চক্রবর্তী ও সাধারণ সম্পাদক এডঃ মাসুদ আলম প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জশিদা ইসলাম ও সার্বিক তত্বাবধানে ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার কামরুন নাহার। এতে সেরা প্যানেল আইনজীবী ২০২২ হিসেবে এড. হাফিজ উদ্দীনকে সন্মাননা স্মারক করা হয়।
Be the first to comment on "আইন সহায়তা দিবস:সেরা প্যানেল আইনজীবী পুরস্কার পেলেন এড. হাফিজ উদ্দীন"