স্টাফ রিপোর্টার : রামপালে মঙ্গলবার সকালে পবিত্র ঈদ উল ফিতর-২০২২ উপলক্ষে অসহায়, দুস্থ ও পরিবারকে ভিজিএফ কমর্সূচীর আওতায় মোট ৬শ৫৫টি পরিবারের মাঝে ১০ কেজি হারে চাল বিতরণ করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন রামপাল ইউপি সচিব মোহাম্মদ কবীর হোসেন, উপজেলা ট্যাগ অফিসার ও সহকারী পল্লি উন্নয়ন কর্মকর্তা মোঃ রোস্তম আলি হাওলাদার, ০৫ নং ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান (০১) মোঃ আলী আজগর বেপারী, ২ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ হযরত আলি লিটন ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, উদ্যোক্তাবৃন্দ ও গ্রামপুলিশগন।
Be the first to comment on "রামপালে ভিজিএফের চাল বিতরণ"