স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জে সুমনা হাসপাতাল ও আদর্শ রক্তদান সংস্থার উদ্যোগে শুক্রবার বিকালে মুন্সীগঞ্জ শহরে একটি রেস্টুরেন্টে স্ট্রোকের লক্ষণ ও প্যারালাইসিস সনাক্তকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রশিক্ষণ প্রদান করেন ড. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মো: নাজমুল হাসান। এসময় প্রশিক্ষণে ৪০ জন প্রশিক্ষণার্থীরা অংশ নেয়। এতে আদর্শ রক্তদান সংস্থার সভাপতি মো: সোহাগ হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক শেখ মনিরুজ্জামান রিপন, জেরিয়াট্রিক ওয়েলফেয়ার ফাউন্ডেশন মুন্সীগঞ্জ শাখার সভাপতি মো: সাইফুর রহমান,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জানে আলম প্রিন্স, ভূবণগাড়া যুবকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ফারজান সুমন, আর.জে মো. আওলাদ হোসেন শিবলী ও সবুজ কুঁড়ি বাংলাদেশের সভাপতি মাহবুব আলম জয়, আদর্শ রক্তদান সংস্থার মোঃ আবুল কালাম, মোহাম্মদ হাবিবুর রহমান, মোঃ সুজন মো: রাকিব ও শ্রাবণী প্রমুখ। পরে প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হয়।
Be the first to comment on "মুন্সীগঞ্জে স্ট্রোকের লক্ষণ ও প্যারালাইসিস সনাক্তকরণ প্রশিক্ষণ কর্মশালা"