স্টাফ রিপোর্টার: রামপাল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে তৃণমূল পর্যায়ে জন অংশগ্রহণ ও স্বচ্ছতা ও জবাবদিহিতার লক্ষ্যে ওয়ার্ড পর্যায়ের উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে খানকা দালালপাড়া মন্ডল বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে এই সভায অনুষ্ঠিত হয়। এতে ইউপি সচিব মোঃ কবির হোসেনের সঞ্চালনায় ও ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: আক্তার হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল ইউপি প্যানেল চেয়ারম্যান মো: আলী আজগর বেপারী, সংরক্ষিত মহিলা মেম্বার সানজিদা ইয়াসমিন সোনিয়া,সংরক্ষিত মহিলা মেম্বার হালিমা বেগম, ওয়ার্ড আ.লীগ সভাপতি মো: শাহজাহান সাজু, খানকা দালালপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ আক্তার হোসেন, সমাজসেবক মো: তারা মণ্ডল, মো: ইদ্রিস আলী, মো: মোক্তার হোসেন,মো: ফারুক ও সাংবাদিক মাহাবুব আলম জয় সহ অন্যরা। এসময় এলাকার বিভিন্ন সমস্যার চিত্র ও সামাজিক উন্নয়ন ভাবনা বিষয় তুলে ধরেন স্থানীয়রা।
Be the first to comment on "রামপালে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত"