স্টাফ রিপোর্টার: শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ মুন্সীগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে শনিবার ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে। মিরকাদিমের রিকাবী বাজারে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে অনুষ্ঠান শুরু করা হয়। এতে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সদর উপজেলা মুন্সীগঞ্জ শাখার সাধারন সম্পাদক আফম মোসলেহ উদ্দিন রনির সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিরকাদিম মহিউদ্দিন সিরাজী জনি, মোহাম্মদ তাইফুর রহমান শান্ত, মহিউদ্দিন বাবু, সাহাবুদ্দিন বদু প্রমুখ।
এসময় বক্তারা বঙ্গবন্ধুর আদর্শকে প্রতিপালন করে সোনার বাংলা গড়ার এবং প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন । মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী শহিদ বীরমুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়াও করা হয়।
Be the first to comment on "মুন্সীগঞ্জে স্বাধীনতা দিবসে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আলোচনা"