স্টাফ রিপোর্টার: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উপলক্ষে মিরকাদিমে চেতনায় একাত্তরের উদ্যোগে শিশুদের চিত্রাংকন,রচনা ও আবৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার রাত ৮ টায় রিকাবী বাজারে চেতনায় একাত্তরের কার্যালয়ে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র শহিদুল ইসলাম শাহীন। এতে চেতনায় একাত্তরের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: কামালউদ্দিন আহমেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. সালাহউদ্দিন আহমেদ, নুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর কুমার বিশ্বাস, একাত্তর টিভির সাংবাদিক মো: জসীমউদ্দিন দেওয়ান, নুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শরমিতা লায়লা প্রমি,সংগঠক কামরুল ইসলাম জাহাঙ্গীর, নাট্য প্রযোজক বিরোহী মুক্তার ও মাহবুব আলম সহ অন্যরা।
পরে আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার তুলেন অতিথিবৃন্দ।
Be the first to comment on "স্বাধীনতা দিবস উপলক্ষে মিরকাদিমে আলোচনা ও শিশুদের মাঝে পুরস্কার বিতরণ"