স্টাফ রিপোর্টার: ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায় দুই বছর মেয়াদী পরিবেশবাদী সংগঠন সবুজ কুঁড়ি বাংলাদেশের কমিটি গঠণ করা হয়েছে। এতে সভাপতি পদে মো রানা আহম্মেদ অভি,সাধারণ সম্পাদক পদে জুবায়ের হোসাইন রনি,সাংগঠনিক সম্পাদক পদে জেবা আফিয়া মৌ, অর্থ সম্পাদক পদে মাসুম শাহরিয়ার, প্রচার সম্পাদক পদে রাহাত হোসাইন, কার্যকরি সদস্য পদে তাকি ওসমান ও প্লাবন মাহমুদকে নির্বাচিত করা হয়েছে।
সোমবার রাতে সবুজ কুঁড়ি বাংলাদেশ কেন্দ্রিয় কমিটির সভাপতি মাহবুব আলম জয় ও সাধারণ সম্পাদক মো: আশরাফুল আলম উজ্জ্বল দুই বছর মেয়াদি এ কমিটি ঘোষণা দেন। সবুজ কুঁড়ি বাংলাদেশ কেন্দ্রিয় কমিটির প্রচার সম্পাদক মেহেদি হাসান হিমেল বলেন, পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। সবুজ বনায়ন গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সবুজ যোদ্ধাদের একত্রে করার স্বপ্ন দেখি।
Be the first to comment on "কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে সবুজ কুঁড়ির কমিটি গঠণ"