আইরিন আক্তার: মুন্সীগঞ্জে টিসিবির ফ্যামিলি কার্ডের পণ্য বিক্রির উদ্বোধন করেছেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসূল। রবিবার সকাল ১০ টায় মুক্তারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। এতে পঞ্চসার ইউপি সচিব মো. রুহুল আমিন সবুজের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিডিএলজি এনামুল আহসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায়, মুন্সীগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মো. আনিছ উজ্জামান আনিছ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিব সরকার, সদর থানার ওসি মো. আবু বকর সিদ্দিক, পঞ্চসার ইউপি চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা, এলজিএসপি- ৩ এর কর্মকর্তারা মো. মোবাশ্বের হোসেন প্রমুখ। মুন্সীগঞ্জে ফ্যামিলি কার্ডে ৪৪ হাজার ৩০২ পরিবার টিসিবির পণ্য কেনার সুযোগ পাচ্ছে।
এ সময় জেলা প্রশাসক কাজী রসুল বলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আপনাদের কথা চিন্তা করে আসন্ন রমজানে জনকল্যাণের টিসিবি পণ্য সুলভ মূল্যে দিচ্ছেন। সরকারের নানামুখী বিভিন্ন প্রদক্ষেপে জনগণ এর সুফল বহন করছে।
Be the first to comment on "মুন্সীগঞ্জে টিসিবির ফ্যামিলি কার্ডে পণ্য বিক্রি শুরু"