শিরোনাম

রুপালী রোদ্দুর নায়ে নিয়ে আসছেন আনিছ সিকদার

 

স্টাফ রিপোর্টারঃ স্বতন্ত্র্যধারার নির্মাণে নির্মাতা আনিছ সিকদারের নতুন সংযোজন মিউজিক ভিডিও ‘রুপালী রোদ্দুর নায়ে’। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের তালিকাভূক্ত কন্ঠশিল্পী আজমা শিল্পীর কন্ঠে ধারণকৃত রোমান্টিক মোডের গানটির নির্মাণে আছেন আনিছ সিকদার এবং কারিগরি সহায়তায় রয়েছে ‘রোল ক্যামেরা এ্যাকশন’। ঢাকার অদূরে রুপগঞ্জের ইকো পার্কের বিভিন্ন মনোরম লোকেশনে শুটিং সম্পন্ন হয়েছে, চলছে এডিটিং এর কাজ। মিউজিক ভিডিওটির প্রসঙ্গে নির্মাতা আনিছ সিকদার জানান, ‘গানটির রোমান্টিকতার সাথে চিত্রায়ণ এবং স্পটের সাথে মডেল হিসেবে অংশগ্রহণকারীদের মেলবন্ধনে সাড়া আসবে আশা করা যায়।’ মডেল হিসেবে কাজ করেছেন আজমা শিল্পী, রাশেদ প্রহর এবং শামীম। খুব শীঘ্র বিভিন্ন মাধ্যমে মিউজিক ভিডিওটি প্রচারিত হবে বলে নির্মাতাসূত্রে জানা গেছে।

 

 

Be the first to comment on "রুপালী রোদ্দুর নায়ে নিয়ে আসছেন আনিছ সিকদার"

Leave a comment

Your email address will not be published.


*