স্টাফ রিপোর্টার: মিরকাদিমে মোঃ জুলহাস মিয়া ট্রাষ্টের উদ্যোগে পবিত্র শবেবরাত উপলক্ষে স্থানীয় নিম্নবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ময়দা- চিনি- সুজি বিতরণ করা হয়েছে। মিরকাদিম পৌর নাগরিক কমিটির সহায়তায় বুধবার বিকালে রিকাবি বাজার চেতনায় একাত্তর কার্যালয়ে এতে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন আহাম্মেদ, পৌর আওয়ামী লীগ সহ সভাপতি সালাউদ্দিন মুন্সী, চেতনায় একাত্তর সহ সভাপতি সৈয়দ মুখলেসুর রহমান, মানব কল্যাণ পরিষদের সভাপতি কামরুল ইসলাম জাহাঙ্গীর, ব্যবসায়ী জিয়াউদ্দিন আহাম্মেদ প্রিন্স, মুক্তিযোদ্ধা সন্তান সৌরভ আহাম্মেদ জনী, শাওন আহাম্মেদ জুম্মান প্রমুখ।
Be the first to comment on "মিরকাদিমে শবেবরাত উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ"