স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রিয় যুবলীগ নেতা বাবা বীর মুক্তিযোদ্ধা এ,কে,এম আজিজুর রহমান (৭২) মারা গেছেন (ইন্না লিল্লাহি…. রাজিউন)। শুক্রবার বেলা সাড়ে ১২ টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।মৃত্যুকালে তিনি স্ত্রীসহ চার পুত্র ও দুই কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ শহরের পাঁচঘড়িয়াকান্দি এলাকায় রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অব অনার) প্রদান করা হয়।পরে জানাজা নামাজ শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আ.লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
Be the first to comment on "বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান আর নেই"