শিরোনাম

মিরকাদিমে অগ্নিকান্ডে কোটি টাকার সম্পদ পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার গ্রীণ ওয়েলফেয়ার সেন্টার মাঠের দক্ষিণ পাশে ফার্নিচার মার্কেটে অগ্নিকান্ডে ১১ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এসময় আশেপাশের আরো চারটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার (২৭ ফেব্রুয়ারী) রাত ১২ টা’র দিকে ফার্ণিচার মার্কেটের আব্দুর রহিম (৫০) এর ফার্নিচারের দোকানে আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুত পাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। প্রতিটি দোকানেই দামি আসবাবপত্র ছিলো। মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবু ইউসুফ জানান, রাত ৩ টা’র দিকে ফায়ার সার্ভিস আগুন ‍পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। তিনি জানান, এ ঘটনায় কোন ব্যক্তি হতাহত হয়নি। স্থানীয়দের দাবি, আগুনে প্রায় কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়েছে।

 

 

Be the first to comment on "মিরকাদিমে অগ্নিকান্ডে কোটি টাকার সম্পদ পুড়ে ছাই"

Leave a comment

Your email address will not be published.


*