স্টাফ রিপোর্টার: আসন্ন প্রডিউসার গিলস এসোসিয়েশন অফ বাংলাদেশ ( টেলিপ্যাব) এর নির্বাচনে মুন্সীগঞ্জের তিন ভোটার ভোট প্রয়োগ করছেন। এরা হলেন মুন্সীগঞ্জের সিরাজদিখানের বাবুল আহমেদ, গজারিয়ার রফিক উল্লাহ সেলিম ও মুন্সীগঞ্জ সদরের বিরহী মুক্তার। আগামী ১৯ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নাট্য প্রযোজক বিরহী মুক্তার বলেন, মুন্সীগঞ্জ জেলা হতে এ নির্বাচনে আমরা ৩ জন ভোট প্রয়োগ করবো। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আমাদের প্রত্যাশা।
টিভির নাটকের গুনগত মান বৃদ্ধির লক্ষ্যে আমরা চেস্টা করে যাচ্ছি।
Be the first to comment on "টেলিপ্যাব নির্বাচনে মুন্সীগঞ্জের ৩ ভোটার"