নিজস্ব প্রতিনিধি (আলোকিত মুন্সীগঞ্জ)
জেলা সদরের মহাকালি ইউনিয়নের ১নং ওয়ার্ড উত্তর কেওয়ার “সোনালী প্রভাত কল্যাণ সংঘের উদ্যোগে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থীদের নির্বাচনি প্রতিশ্রুতি আদায়ে ৪জন প্রার্থীর সাথে মতবিনিময় সভা করা হয়েছে। সোমবার রাতে সভায় প্রার্থীরা তাদের প্রতিশ্রুতি তুলে ধরেন এবং তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। একটি আদর্শ গ্রাম বিনির্মাণে ৪জন প্রার্থীই এক হয়ে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেন।
এতে পীরজাদা মাওলানা মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে আবুল হাসান রোমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মোঃ আনোয়ার ঢালী, মোঃ নাছির উদ্দিন ভূইয়া, মোঃ আলমগীর মিজি, মোঃ ফরিদ ভূইয়া, মোঃ আলআমিন, মাওলানা মোঃ মিনহাজ উদ্দিন সরদার, মুন্সীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আবু সাত্তার মুন্সী ও কলেজ প্রভাষক ইলিয়াস খান প্রমুখ।
মহাকালি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডে মোড়গ প্রতীক নিয়ে মোঃ জামাল হোসেন খান, আপেল প্রতীক নিয়ে মোঃ স্বপন কাজী, তালা প্রতীক নিয়ে মোঃ কবির হোসেন এবং ফুটবল প্রতীক নিয়ে মোঃ রতন প্রতিদ্বন্দিতা করছেন।
Be the first to comment on "মহাকালিতে জনগণের মুখোমুখি ৪ মেম্বার প্রার্থী"