স্টাফ রিপোর্টার, আলোকিত মুন্সীগঞ্জ। ডাঃ আমেনা খাতুন তানিয়া ডিজিও (গাইনী এন্ড অবস্) এর জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ(মিটফোর্ড হাসপাতাল) সুযোগ পেয়েছেন। মুন্সীগঞ্জে গাইনি ও প্রসূতি চিকিৎসায় পরিচিত মুখ ডা. তানিয়া। নিয়মতি চেম্বার করছেন টঙ্গীবাড়ি ইউনাইটেড ক্লিনিকে। করোকালিন সময় থেকে রাত দিন চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। গভীর রাতেও সিজার রোগীদের সেবায় হাসপাতালে ছুটেছেন তিনি। তাকে এই সুযোগ পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

ডিজিও’তে সুযোগ পেয়েছেন ডা. আমেনা খাতুন তানিয়া। ছবি: সংগৃহীত
Be the first to comment on "ডিজিও’তে সুযোগ পেয়েছেন ডা. তানিয়া"