শিরোনাম

মুন্সীগঞ্জে পিসিআর ল্যাবের দাবিতে মানবপ্রাচীর

স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জে পিসিআর ল্যাব স্থাপন ও করোনার সুচিকিৎসার দাবিতে ঘণ্টাব্যাপী মানবপ্রাচীর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মুন্সীগঞ্জ নাগরিক সমন্বয় পরিষদের আয়োজনে দুই দিনের দাবি আদায় কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জ প্রেস ক্লাব সম্মুখে এই মানবপ্রাচীর স্থাপন করা হয়। শহরের প্রধান সড়কে কফিন সামনে রেখে করোনা শনাক্তকরণ পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে এই মানবপ্রাচীরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের শত শত মানুষ অংশ নেয়।

 

 

প্রথম দিনের কর্মসূচিতে মুন্সীগঞ্জ নাগরিক সমন্বয় পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সুজন হায়দার জনির সভাপতিত্বে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিমা আক্তার, বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহীন মোহাম্মদ আমানউল্লাহ, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি মনিরুজ্জামান শরিফ, উদীচী মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হামিদা খাতুন, নাট্যকার শিশির রহমান, জাহাঙ্গীর আলম ঢালী, আনমনা প্রাঙ্গণে সভাপতি  মোজাম্মেল হোসেন সজল, মুন্সীগঞ্জ  সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ূন ফরিদ, বর্তমান সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন জাকির, মানিককপুর যুবসমাজের সভাপতি সোহেল রানা রানু, অনিয়মিতর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান সাগর ও আয়োজক সংগঠনের সদস্যসচিব আবু সাত্তার মুন্সী প্রমুখ।

এসময় প্রতীকী মানবপ্রাচীর থেকে অনতিবিলম্বে মুন্সীগঞ্জ জেলায় করোনা শনাক্তকরণ ল্যাব স্থাপনসহ করোনা সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানানো হয়। আগামীকাল সোমবার কর্মসূচির শেষ দিনে মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে একই দাবিতে ঘণ্টাব্যাপী অনশন কর্মসূচি রয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

 

 

 

Be the first to comment on "মুন্সীগঞ্জে পিসিআর ল্যাবের দাবিতে মানবপ্রাচীর"

Leave a comment

Your email address will not be published.


*