স্টাফ রিপোর্টার: সৌদিআরবে রিয়াদের হারা শহরে মুন্সীগঞ্জের হাজী আব্দুল রব (৫০) নামে এক প্রবাসী বাংলাদেশী শ্রমিকের মৃত্যু হয়েছে। গত ৫ এপ্রিল তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার চন্দনতলা এলাকায়। তিনি ১৯ বছর যাবৎ সৌদিআরবে ছিলেন। তার স্ত্রী ও এক পুত্র সন্তান রয়েছে। মুন্সীগঞ্জ হতে সৌদিআরবে তার ইচ্ছায় দাফন দেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে সম্মতিপত্র পাঠানো হয়েছে। তার ভাতিজি সম্পা আলী বলেন, তিনি গত ৫ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার ইচ্ছা অনুযায়ী সৌদিআরবে দাফন কার্যক্রম সম্পন্ন করার জন্য দেশ হতে আমরা সম্মতি পত্র প্রেরণ করেছি। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।
Be the first to comment on "সৌদিআরবে মুন্সীগঞ্জের প্রবাসী শ্রমিক আব্দুল রবের মৃত্যু"