শিরোনাম

সৌদিআরবে আইনি জটিলতায় মুন্সীগঞ্জে আসছে না প্রবাসীর মরদেহ!

মাহবুব আলম জয়, আলোকিত মুন্সীগঞ্জ : সৌদি আরবের জিজানে মুন্সীগঞ্জের মো: আলতাফ হোসেন নাজির (৬০) নামের এক প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। গত ১ জানুয়ারী বুধবার তার মৃত্যু হলেও আইনি জটিলতায় দেশে  আসছে না তার লাশ। প্রবাসী  মো: আলতাফ হোসেন নাজির পঞ্চসারের ডিংগাভাঙ্গা এলাকার মরহুম মোহাম্মদ আলী  মেম্বারের তৃতীয়পুত্র। দুই দশক আগে ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে সৌদিআরবে পাড়ি জমায় । পরে কয়েক মাস আগে ছুটিতে দেশে এসে আবার সৌদি চলে যান। কিন্ত তাকে যে দেশে  লাশ হয়ে ফিরতে হবে হয়তো তা জানা ছিল না এই রেমিটেন্স যোদ্ধার। তার ছোট ভাই  বিরহী মুক্তার জানান, আমার ভাই গত ১ জানুয়ারী সৌদির জিজানে মৃত্যুবরণ করেন। আইনি জটিলতায় তার লাশ ওখান থেকে দেশে আনা সম্ভব হচ্ছে না। প্রবাসে ভাইয়ের মৃত্যু আমাদেরকে গভীর শোকাহত করেছে। অভিবাসী কর্মি উন্নয়ন সংস্থা ওকাপ মুন্সীগঞ্জের প্রতিনিধি মো: তাইজুল ইসলাম শিহাব জানান, আইনি কোন জটিলতায় প্রবাসে লাশ আটকে থাকলে আমরা আইনি সহায়তা করবো। এদিকে প্রবাসে  প্রিয়জনের মৃত্যুর সংবাদে পরিবারটিতে বইছে শোকের ছায়া।

 

Be the first to comment on "সৌদিআরবে আইনি জটিলতায় মুন্সীগঞ্জে আসছে না প্রবাসীর মরদেহ!"

Leave a comment

Your email address will not be published.


*