স্টাফ রিপোর্টার: রামপাল ইউনিয়ন মানবপাচার প্রতিরোধ কমিটির সাথে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ওকাপের নেতৃবৃন্দের মতবিনিময় সভা হয়েছে। রবিবার সকাল ১০ টায় এতে প্রধান অতিথি ছিলেন রামপাল ইউপি চেয়ারম্যান মো: বাচ্চু শেখ, ইউপি সচিব মো: রুহুল আমিন সবুজ সহ ইউপি সদস্যগণ। এ সময় চেয়ারম্যান বাচ্চু শেেখ বলেন, প্রতারণার ফাঁদে পড়ে অনেক যুবক প্রবাসে গিয়ে সর্বস্ব হারাচ্ছে। জেনে শুনে যাচাই বাছাই করে রিক্রুটিং এজেন্সীর সঠিক তথ্য নিয়ে প্রবাসে যেতে হবে।
এসময় উক্ত আলোচনায় নিরাপদ অভিবাসের বিভিন্ন দিক ও মানব পাচার নিয়ে আলোচন করেন অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর ফিল্ড অফিসার ইউজিন ম্রং ও ফিল্ড অর্গানাইজার তাইজুল ইসলাম সিহাব প্রমুখ।
Be the first to comment on "রামপালে ওকাপের মতবিনিময়, নিরাপদ অভিবাসনের জন্য যাচাই বাছাই করতে হবে"