শিরোনাম

ঢাকা শিল্পকলায় মাতালেন মুন্সীগঞ্জের থিয়েটার সার্কেল

 

মাহবুব আলম জয়   : মহাকাল নাট্য সম্প্রদায় আয়োজিত বাংলা নাট্য উৎসবে  রবিবার, সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মুন্সীগঞ্জের থিয়েটার সার্কেল মঞ্চায়ন করে পল্লী কবি জসীমউদ্দিন এর অমর কাব্য গাঁথা নাটক: নকশিকাঁথার মাঠ।

 

অত্যন্ত সুনামের সহিত সকল নাট্য শিল্পীরা  সুনিপুন অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে । বিশেষ করে চিত্র নায়ক আশিক চৌধুরী এবং সুমি দাস শুভ্রার অভিনয়ে প্রধান অতিথি, বিভিন্ন নাট্য জন সহ পুরো হলের দর্শকদের আবেগ তাড়িত করে এবং সবার চোখখে অশ্রু গড়িয়ে পড়ে।

নাট্যকার, নির্দেশক ও সংগীত পরিচালক শিশির রহমানের পরিচালনায় এই কাল জয়ী নাটকটি পরিবেশন করে থিয়েটার সার্কেল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের প্রাক্তন জেলা প্রশাসক স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব  সায়লা ফারজানা।  পরে তিনি আলোচনা শেষে দলের সন্মাননা স্মারক তুলে দেন থিয়েটার সার্কেলের সভাপতি সাব্বির হোসাইন জাকির এবং নির্দেশক শিশির রহমানের হাতে।

কালজয়ী এই নাটকে অভিনয় করছেন থিয়েটার সার্কেলের ৩৫ জন শিল্পীগণ। এর মধ্যে রয়েছেন   শিশির রহমান,জয়া দাস শিখা , আশিক চৌধুরী ,শিপ্রা দাস , সুমি শুভ্রা, সূচিকা,আশরাফ ,ইকবাল,ইমন প্রমুখ।

 

Be the first to comment on "ঢাকা শিল্পকলায় মাতালেন মুন্সীগঞ্জের থিয়েটার সার্কেল"

Leave a comment

Your email address will not be published.


*