শিরোনাম

শায়েস্তাগঞ্জ পৌর সচিবকে কাউন্সিলরদের মারধর

 

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার সচিব মাহবুবুর আলমকে পিটিয়ে আহত করেছেন কয়েকজন কাউন্সিলর। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।  রবিবার দুপুরে পৌরসভার ভেতরে এ ঘটনাটি ঘটে।

 

হাসপাতালে ভর্তি অবস্থায় সচিব মাহবুবুর আলম পাটোয়ারি অভিযোগ করেন, বিভিন্ন বিষয় নিয়ে কাউন্সিলর আব্দুল জলিলসহ কয়েকজন কাউন্সিলরের সাথে তার বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রবিবার দুপুরে কথা কাটাকাটির এক পর্যায়ে কাউন্সিলর আব্দুল জলিল ও খায়রুল আলমসহ কয়েকজন তাকে মারপিট করে। পরে আহত অবস্থায় পৌর সভার অন্যান্য স্টাফরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করে।

 

এ ব্যাপারে ২নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল জলিল বলেন, পৌরসভার সচিব বিভিন্ন অনিয়নের সাথে জড়িয়ে পড়েছেন। বিষয়টি নিয়ে আমরা কাউন্সিলরবৃন্দ মেয়রের কাছে লিখিত অভিযোগও দিয়েছি। রবিবার কয়েকজন নাগরিক জন্মনিবন্ধন নিতে আসলে তিনি তাদের সাথে খারাপ আচরণ করে। এতে ক্ষিপ্ত হয়ে লোকজন তার ওপর হামলা চালায়। পরে আমরা এগিয়ে এসে তাকে উদ্ধার করি।

 

তিনি বলেন, অভিযোগ দেওয়ার বিষয় নিয়ে তিনি (সচিব) আমাদের ওপর ক্ষিপ্ত হয়ে আছেন। তাই আমাদের বিরুদ্ধে এ মিথ্যে অভিযোগ তুলেছেন।

এ ব্যাপারে জানতে পৌর মেয়র ছালেক মিয়ার সাথে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এদিকে সচিবের ওপর এই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি। তারা সোমবার সিলেট বিভাগের ১৯টি পৌরসভায় একযোগে কর্মবিরতি ঘোষণা করেছেন। এ ছাড়া আগামী ২ নভেম্বর শায়েস্তাগঞ্জ পৌরসভায় প্রতিবাদ সমাবেশ আহ্বান করা হয়েছে।

 

— কালেরকন্ঠ

 

Be the first to comment on "শায়েস্তাগঞ্জ পৌর সচিবকে কাউন্সিলরদের মারধর"

Leave a comment

Your email address will not be published.


*