শিরোনাম

সগৌরবে থিয়েটার সার্কেল: মঞ্চে আসছে পল্লী কবি জসীমউদ্দিনের নকশীকাঁথার মাঠ

 

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন পথ নাটক পরিষদ পিপলস থিয়েটার এসোসিয়েশন এবং আবৃত্তি সমন্বয় পরিষদের অন্যতম সদস্য নাট্য দল থিয়েটার সার্কেল মুন্সিগঞ্জ পরিবেশন করতে যাচ্ছে পল্লী কবি জসিমউদ্দিনের অমর কাব্য গাথা লোক নাটক “নকশীকাঁথার মাঠ” নাট্য রূপ ও নির্দেশনায় আছেন বিখ্যাত নাট্যকার নির্দেশক ও সংগীত শিল্পী শিশির রহমান । অভিনয় করছেন থিয়েটার সার্কেল এর ৩৫ জন শিল্পী বৃন্দ ।

শিশির রহমান, সাব্বির হোসাইন জাকির, জয়া দাস শিখা, চিএ নায়ক আশিক চৌধুরী, শিপ্রা দাস, সুমি শুভ্রা, তামান্না মনি, সুদীপ দাস, আল মামুন, সূচিকা, বৃষ্টি, নদী, আশরাফ, সাইফ, ইকবাল, তুষার, ইমন, মামুন রাজ, জয়, সালাহ উদ্দীন বাবুল, শরিফ মাহমুদ, শুভ, লোকনাথ, সিমান্ত, দিগন্ত, রিততীক, পিয়াংকা,

 

সাদিয়া, মৌ, সূচনা, সুমাইয়া, রাজ সহ আরো অনেকে। দলের সভাপতি সাব্বির হোসাইন জাকির বলেন- সুস্থ নাট্য চর্চার অংগীকারে থিয়েটার সার্কেল মুন্সিগঞ্জ ২১ বছরের পর্দাপন করছে ইতিমধ্যে দেশ এবং দেশের বাহিরে একাধিক জাতীয় এবং অন্তর্জাতিক নাট্য উৎসবে অংশ গ্রহণ করেছে।

 

বাংলাদেশ তথা সভ্যতার এই জনপথ মুন্সিগঞ্জ এর ব্যাপক সুনাম অর্জন করেছে । থিয়েটার সার্কেল এর কর্মি বাহিনী নিজস্ব সক্রিয়তায় একাধিক বার জাতীয় এবং আন্তর্জাতিক নাট্য উৎসব, গুনীজন সংবর্ধনা, রক্ত দান কর্ম সূচী, শিক্ষা উপকরন বিতরণ সহ বিভিন্ন আয়োজন করেছে অত্যন্ত সগৌরবে। আসছে ১৮,১৯,২০ অক্টোবর ৩ দিন ব্যাপি সাংস্কৃতি ও নাট্য মেলার আয়োজন করবে অংশ গ্রহণ করবে ঢাকার এবং কলকাতার বিখ্যাত নাট্য দল সহ থিয়েটার সার্কেল মুন্সিগঞ্জ।

 

আসছে ২৭ অক্টোবর ঢাকার বিখ্যাত নাট্য দলে মহাকাল নাট্য উৎসব ২০১৯ এ বিশেষ ভাবে আমন্ত্রণ করেছে বিখ্যাত কাল জয়ী লোক নাটক নকশীকাঁথার মাঠ পরিবেশন করার জন্য।

 

সেই লক্ষ্যে থিয়েটার সার্কেল এর কর্মিরা নিয়োমিত মহড়ায় অংশ গ্রহণ করছে । আশা করি সবার সহযোগীতায় নতুন রূপে নতুন সাজে ভালো কিছু উপহার দিতে পারবো বলে বিশ্বাস করি।

 

সবার সহযোগীতা একান্ত ভাবে কামনা করছি। জয় হোক নাটকের। জয় হোক থিয়েটার সার্কেল মুন্সিগঞ্জ।

 

 

 

 

 

Be the first to comment on "সগৌরবে থিয়েটার সার্কেল: মঞ্চে আসছে পল্লী কবি জসীমউদ্দিনের নকশীকাঁথার মাঠ"

Leave a comment

Your email address will not be published.


*