মুন্সীগঞ্জ প্রতিনিধি॥ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় রামিশা কোল্ডস্টোরেজে তল্লাঁশি চালিয়ে ৫হাজার কেজি মেয়াদোর্ত্তীণ পচাঁ খেজুর উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার রাতে উপজেলার আব্দুল্লাপুরে অবস্থিত হিমাগারটিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ হাসিনা আক্তারের নেতৃত্বে তল্লাশি অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় হিমাগারটির তৃতীয় তলায় ৫শ কার্টুনে মজুদকৃত এসব পঁচা খেজুর গুলো উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ১০লক্ষ টাকা। এদিকে মেয়াদউর্ত্তীণ পঁচা খেজুর মজুদ রাখায় নিরাপদ খাদ্য আইন ২০১৩এর ২৯ ধারায় হিমাগারটিকে ৪লক্ষ টাকা জরিমানা করা হয়। পরে উদ্ধারকৃত পচাঁ খেজুর পাশবর্তী ধলেশ্বরী নদীতে ফেলে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ হাসিনা আক্তার জানান, হিমাগারটিতে পঁচা খেজুর আছে এমন তথ্য পেয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে খেজুর গুলো উদ্ধার করা হলো। বিক্রির উদ্দেশ্যেই খেজুর গুলো মজুদ করা হয়েছিলো। কোল্ডস্টোরেজটিকে জরিমানার পাশাপাশি খেজুর গুলো নদীতে ফেলা দেওয়া হয়েছে।
অভিযানে উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মোঃ আনোয়ারুল ইসলাম সহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা অংশনেয়।
ডেস্ক রিপোর্ট
Be the first to comment on "টঙ্গীবাড়িতে ৫ হাজার কেজি পঁচা খেজুর উদ্ধার করলেন ইউএনও"