শিরোনাম

সিরাজদিখানে স্থানীয়দের সহায়তায় খুনিসহ আটক ২

 

 

সিরাজদিখানে স্থানীয়দের সহায়তায় খুনিসহ আটক ২

 

সিরাজদিখান  প্রতিনিধি: সিরাজদিখানে স্থানীয়দের সহায়তায়  অটোগাড়ি (ইজিবাইক) চালক নজরুল ইসলাম (১৮) এর লাশ ও ইজিবাইক (থ্রী হুইলার) উদ্ধার করে পুলিশ। ইজিবাইক ছিনতাইকারি ও চালক খুনের প্রধান আসামী নুর আলী (১৮) ও জাহিদ হোসেনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে নুর আলীর তথ্য মতে উপজেলার বয়রাগাদী ইউনিয়নের বড় পাউলদিয়া মোল্লাবাড়ির পুকুর থেকে লাশ উদ্ধার করেন পুলিশ। এরপর বেলা সাড়ে ১০ টার দিকে সিরাজদিখান বাজার সংলগ্ন সরদারপাড়া সিরাজের গ্রেজ থেকে ইজি বাইক উদ্ধার করা হয়।

মৃত নজরুল ইসলাম উপজেলার বাসাইল ইউনিয়নের উত্তর ঘোড়ামারা গ্রামের ইদ্রিস আলীর ছেলে। আসামী নুর আলী খান একই উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের ইফাজ উদ্দিনের ছেলে ও জাহিদ হোসেন লতব্দী ইউনিয়নের কয়রাখোলা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

নজরুলের স্বজনরা জানায়, গত বুধবার বিকালে নজরুল তার মাকে বলে শেষে ১৯ নাম্বার থেকে ফোন এলে বলো আমি গোসল করে আসছি। এরপর রাতে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। মোবাইলের ১৯ নাম্বার খোঁজ নিয়ে জানতে পারে তাদের পরিচিত নুর আলী। এলাকায় সে চোর হিসেবে পরিচিত। গত বুধবার রাত ১২টার পর নুরআলীর বাড়িতে গিয়ে না পেয়ে ভোর সাড়ে ৫ টার দিকে নয়াগাঁও বাজার এলাকায় এসে নজরুলের স্বজনরা নুর আলীকে সন্দেহ জনক ভাবে ধরে। সবাই জেনে গেছে ভেবে নুর আলী অকপটে স্বীকার করলে স্থানীয় ইউপি চেয়ারম্যান পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ আসামীর তথ্যনুযায়ী লাশ ও গাড়ি উদ্ধার করে।

সিনিয়র পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মো. রাজিবুল ইসলাম জানান, আসামীর দেয়া তথ্যনুযায়ী লাশ ও গাড়ি উদ্ধার হয়েছে। ২ জন আটক আছে ।  লাশ ময়না তদন্তে পাঠানো হবে। মামলার প্রস্তুতি চলছে।

 

 

Be the first to comment on "সিরাজদিখানে স্থানীয়দের সহায়তায় খুনিসহ আটক ২"

Leave a comment

Your email address will not be published.


*