শিরোনাম

মুন্সীগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হবেন সুজন হায়দার জনি

 

স্টাফ রিপোর্টার: দেশের অন্যতম প্রাচীন প্রেসক্লাব মুন্সীগঞ্জ প্রেসক্লাবের এবারের নির্বাচনে সাধারন সম্পাদক পদে প্রার্থী হবেন সফল সংগঠক এডভোকেট সুজন হায়দার জনি।

বিষয়টি নিশ্চিত করে তিনি  আলোকিত মুন্সীগঞ্জকে  জানান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের এবারের নির্বাচনে তরুনদের প্রতিনিধি হয়ে অংশ গ্রহন করবেন তিনি। একটি আলোকিত, মেধাবী ও সাহসী  কলমসৈনিক প্রজন্ম গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

তিনি বর্তমানে জনপ্রিয় টিভি চ্যানেল দেশ টিভিতে মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এর আগে তিনি দৈনিক ভোরের কাগজ ও দৈনিক আলোকিত বাংলাদেশে কাজ করেছেন।

তিনি মুন্সীগঞ্জের একজন সফল সংগঠক। ইতিপূর্বে তিনি মুন্সীগঞ্জের প্রাচীন সংগঠন অনিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারন সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি আন্তর্জাতিক সেবা সংগঠন রেড ক্রিসেন্ট সোসাইটির মুন্সীগঞ্জ জেলার যুব রেড ক্রিসেন্ট এর দল প্রধান হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। সুজন হায়দার জনি মুন্সীগঞ্জ নাট্য ঐক্যমঞ্চ এর প্রতিষ্ঠাতা সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি সকলের নিকট দোয়া কামনা করেন।

 

তিনি ইতিপূর্বে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং সবশেষ সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।।।

 

Be the first to comment on "মুন্সীগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হবেন সুজন হায়দার জনি"

Leave a comment

Your email address will not be published.


*