স্টাফ রিপোর্টার:সবুজে সবুজে ভালোবাসাময় হোক আমাদের নিঃশ্বাস” এই স্লোগানকে সামনে রেখে “ইচ্ছেডানা গ্রুপ” বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করেছে। সোমবার সকাল ৯ টা থেকে ‘ইচ্ছেডানা গ্রুপ” মুন্সীগঞ্জ শহরের রিকাবীবাজার গার্লস হাই স্কুল,রিকাবীবাজার উচ্চ বিদ্যালয়,বজ্রযোগিনী জে.কে উচ্চ বিদ্যালয়,
বছিরুন্নেসা উচ্চ বিদ্যালয়,শ্রীনগরের ৪৭নং পশ্চিম নওপাড়া প্রাথমিক বিদ্যালয় ও শেখরনগর ইউনিয়ন পরিষদ চত্বরে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে। গ্রুপের এডমিনবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন তাহমিনা দেওয়ান মিনা,তাহমিনা আক্তার,আব্দুল্লাহ ওয়াদুদ,সাগর আহমেদ,তাহের মাহমুদ,আরিফ হোসেন এবং গ্রুপ ক্রিয়েটর মোঃ মোহসেনুর রহমান জুয়েল। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রুপের সদস্য তৌহিদুল ইসলাম,আনিসুর রহমান,মোঃ নেসারউদ্দিন,তুহিন আহমেদ,দেবদাস হালদার,তানজিলা রাখী,আমিনুল ইসলাম,ইমরান ইমু,খোরশেদা পারভীন প্রমুখ।
একটি প্রশংসনীয় উদ্যোগ