স্টাফ রিপোর্টার : পিপলস থিয়েটার এসোসিয়েশন আয়োজিত চতুর্দশ জাতীয় শিশু কিশোর নাট্য ও সাংস্কৃতিক উৎসব ২০১৯। মুন্সীগঞ্জ জেলার নাটক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আসছে ২৪/০৯/০১৯ মঙ্গলবার বিকেল ৪ টা থেকে ঢাকা শিল্প কলা একাডেমী সেগুন বাগিচা । নাটক: টুনা টুনির গল্প রচনায় : আলমগীর মাহমুদ নির্দেশক: সালেহ্ মোহাম্মদ ফয়সাল ও সাইদুর রহমান খোকন পরিবেশনায় : শিশু তীর্থ মুন্সীগঞ্জ থিয়েটার নাটক: মতি’র স্বপ্ন রচনা : মিহির হারুণ নির্দেশক: সাব্বির হোসাইন জাকির পরিবেশনায়: থিয়েটার সার্কেল লিটল ইউনিট মুন্সীগঞ্জ নাটক : মৃত্তিকার ফুল রচনা : জাহাঙ্গীর আলম ঢালী নির্দেশক : মোঃ নাজমুল ইসলাম পরিবেশনায় : হিরণ কিরণ থিয়েটার শিশু সংসদ আরো থাকছে ছোটদের পরিবেশনায়: আবৃত্তি ,নৃত্য, চিত্রাংকন ,সংগীত ,একক অভিনয়, বঙ্গবন্ধুর ভাষন এবং মেধাবী শিশু শিল্পীদের সম্মাননা ——- আপনাদের স্ব-বান্ধব আমন্ত্রিন জানাচ্ছি। শুভকামনায়: সম্মিলিত সাংস্কৃতিক জোট মুন্সীগঞ্জ এবং নাট্য ঐক্য মঞ্চ মুন্সীগঞ্জ ।
Be the first to comment on "জাতীয় শিশু কিশোর নাট্য ও সাংস্কৃতিক উৎসবে থিয়েটার সার্কেল লিটল ইউনিট"