শিরোনাম

জাতীয় শিশু কিশোর নাট্য ও সাংস্কৃতিক উৎসবে কাল মঞ্চ মাতাবেন মুন্সীগঞ্জ

স্টাফ রিপোর্টার :  পিপলস থিয়েটার এসোসিয়েশন আয়োজিত চতুর্দশ জাতীয় শিশু কিশোর নাট্য ও সাংস্কৃতিক উৎসবে ২৪ সেপ্টেম্বর  মঙ্গলবার  অংশগ্রহণ করে মঞ্চ মাতাবেন  মুন্সীগঞ্জ জেলা।  বিকেল ৪ টা থেকে ঢাকাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে বিভিন্ন মঞ্চে দলগুলো তাদের নাটক এবং অন্যান্য পরিবেশনা করবে। এর মধ্যে শিশু তীর্থ মুন্সীগঞ্জ থিয়েটার মঞ্চায়ন করবে নাটক টোনাটুনির গল্প, মূল- আনিসুল হক, নাট্যরুপ- আলমগীর মাহমুদ, নির্দেশনায়- সাইদুর রহমান খোকন ও সালেহ্ মোহাম্মদ ফয়সাল।

থিয়েটার সার্কেল লিটল ইউনিট মঞ্চায়ন করে নাটক- মতি’র স্বপ্ন।রচনায়- মিহির হারুণ, নির্দেশনায়- সাব্বির হোসাইন জাকির।হিরণ কিরণ থিয়েটার শিশু সংসদের নাটক- মৃত্তিকার ফুল,রচনায়- জাহাঙ্গীর আলম ঢালী, নির্দেশনায়- মোঃ নাজমুল ইসলাম। এছাড়াও থাকছে ছোটদের পরিবেশনায়- আবৃত্তি, নৃত্য, চিত্রাংকন, সংগীত, একক অভিনয়, বঙ্গবন্ধুর ভাষণ এবং মেধাবী শিশু শিল্পীদের সম্মাননা প্রদান কর্মসূচি হবে। মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর সার্বিক সহযোগীতা এবং মুন্সীগঞ্জ  নাট্য ঐক্য মঞ্চের ব্যবস্থাপনায়  মঙ্গলবার  সকাল ১২ টায় শিল্পকলা প্রাঙ্গণ থেকে তিনটি দল এক সাথে রওনা দিবে বলে জানিয়েছেন নাট্যোৎসবের মুন্সীগঞ্জ জেলা সমন্বয়কারী নাট্যকার শিশির রহমান। তিনি বলেন- পিপলস থিয়েটারের এই আয়োজনে সারা বাংলাদেশের সকল জেলা অংশগ্রহন করছে। শিশুদের মিলনমেলায় পরিণত হচ্ছে। মুন্সীগঞ্জে বিখ্যাত তিনটি নাটকের দল তাদের চমৎকার শিশুতোষ নাটকগুলো পরিবেশন করবে এই আমাদের প্রত্যাশা।

এ ছাড়া মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমীর পরিবেশনায় গান ,আবৃত্তি, বঙ্গবন্ধুর ভাষণ, একক অভিনয়, দলীয় সংগীত, একক সংগীত,দলীয় নৃত্য, একক নৃত্য, ছবি আঁকা ইত্যাদি পরিবেশন করবে ।

Be the first to comment on "জাতীয় শিশু কিশোর নাট্য ও সাংস্কৃতিক উৎসবে কাল মঞ্চ মাতাবেন মুন্সীগঞ্জ"

Leave a comment

Your email address will not be published.


*