স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জ হরগঙ্গা কলেজে সদরের বকুলতলা হতে কলেজ পর্যন্ত নতুন বাস সার্ভিস ও একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ডিজিটাল হাজিরা কার্যক্রমের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার সকালে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সরকারী হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হাই তালুকদার।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক নাসিমা আহমেদ, অধ্যাপক নাজমুন নাহার,শিক্ষক পরিষদ সম্পাদক সহযোগী অধ্যাপক সিরাজুল হক মুন্সী, সহযোগী অধ্যাপক মাহবুব আলম, সহযোগী অধ্যাপক আব্দুল মান্নান প্রধান, সহকারী অধ্যাপক রাসেল কবির, সহকারী অধ্যাপক নাজমুল হাসান প্রমুখ।
Be the first to comment on "হরগঙ্গা কলেজে নতুন বাস সার্ভিস ও ডিজিটাল হাজিরার উদ্বোধন"