নাজমুল মোল্লা,সিরাজদিখান প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১১ হাজার ভোল্টের ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ লাইনের খুঁটি ভেঙ্গে পড়লে ও মেরামতের কোন উদ্যোগ নেই যে কোন মুহুর্তে দুর্ঘটনার আশংকা রয়েছে। উপজেলার বালুচর ইউনিয়নের ধলেশ্বরী নদীর তীরের একটি খুটি নীচ থেকে ভেঙ্গে পড়েছে । যে কোন সময়ে বিদ্যুৎ লাইনটি ধসে ধলেশ্বরী নদীতে পড়ে নদী দিয়ে চলাচলা কারী নৌকা সাম্পান, বোট যাত্রীরা বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যুর আশাংকা দেখা দিয়েছে ।
সিরাজদিখান পল্লী বিদ্যুৎ অফিস ও এলাকাবাসী জানায়, গত বর্ষার মৌসুমে প্রায় ২ মাস আগে নদীতে চলাচলরত একটি বাল্কহেডের ধাক্কায় খুঁটিটি ভেঙ্গে যায় । পল্লী বিদ্যুঃ সমিতির কর্মকর্তারা কয়েক দফা এসে পরির্দশন করেন । লাইনের খুটি ভেঙ্গে পড়ার ২ মাস অতিবাহিত হলে ও পল্লী বিদ্যুৎ সমিতি লাইনটি মেরামত না করে বিদ্যুৎ লাইন সচল রেখেছে । এতে যে কোন সময়ে এলাকার মানুষ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হতাহত হওয়ার অশংকা দেখা দিয়েছে ।
এ ব্যাপারে সিরাজদিখান পল্লি বিদ্যুত জোনাল অফিসের ডিজিএম মো.জাকির হোসেন জানান,বিষয়টি আমি অবগত আছি । খুব শীঘ্রই ওখানে একটি টাওয়ার বসানো হবে।
Be the first to comment on "সিরাজদিখানে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটি ভেঙ্গেছে, দুর্ঘটনার আশঙ্কা"