শিরোনাম

শ্রীনগরে মাদক সেবী পুত্রকে পুলিশে দিলেন মা!

 

শ্রীনগর  প্রতিনিধি : শ্রীনগর উপজেলায় মো. কাওছার শেখ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকালে উপজেলার বিবন্দী বাজার সংলগ্ন কাঠের পুল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কাওছার বিবন্দী গ্রামের মো. আব্দুল মান্নান শেখের ছেলে এবং এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদক সেবী। মাদক সেবনের পাশাপাশি কাওছারের বিরদ্ধে চুরির অভিযোগও রয়েছে। এর আগেও গত বছর লৌহজং উপজেলার হাঁট নওপাড়া বাজার থেকে কাওছারকে গাঁজাসহ ল্যাব-১১ গ্রেপ্তার করে আদালতে প্রেরন করেছিল বলে জানা যায়।

 

স্থানীয়রা জানান, কাওছার এলাকার চিহ্নিত মাদক সেবী। সে এলাকায় মাদক কেনা বেচার সাথেও জড়িত। শ্রীনগর থানার এসআই মো. আনিসুর রহমান তাকে গ্রেপ্তার করে। এ সময় তিনি বিবন্দী বাজরে মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সচেতনতা ও দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। মাদক কারবারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশকে সহযোগিতা করার জন্য উপস্থিত সবাইকে অনুরোধ করেন বলে তারা জানান।

কাওছারের মা আলেয়া বেগম বলেন, ছেলে মাদক সেবন ও কেনা বেচার সাথে জড়িত। মাদকের টাকার জন্য কাওছার এখন চুরি পর্যন্ত করছে বলে জানতে পারছি। এছাড়া ছেলের অপরাধমূলক কার্যকলাপে দিশেহারা হয়ে স্থানীয় মেম্বারের সহযোগিতায় পুলিশকে জানাতে বাধ্য হয়েছি। আমি চাই আমার মত অন্য কোন মায়ের সন্তান যেন এভাবে মাদকাসক্ত হয়ে না পরে এবং সমাজের অশান্তি সৃষ্টি না করে। তাই ছেলের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি।

 

শ্রীনগর থানার এসআই মো. আনিসুর রহমান জানান, কাওছার নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। সে এলাকায় দীর্ঘদিন যাবত মাদক সেবন ও কেনা বেচা করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

 

Be the first to comment on "শ্রীনগরে মাদক সেবী পুত্রকে পুলিশে দিলেন মা!"

Leave a comment

Your email address will not be published.


*