ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নবজাতক কন্যা শিশুকে রেখে তার মা-বাবা পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভোরে ঢামেকে সিজারের মাধ্যমে কন্যা শিশুর জন্ম হয়। শনিবার রাত থেকে শিশুটির মা-বাবাকে খুঁজে পাচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের ভর্তি রেজিস্ট্রার সূত্রে জানা গেছে, শিশুটির মায়ের নাম নাহার, বাবার নাম রাসেল। তাদের বাড়ি মিরপুরে।
এ ব্যাপারে আজ শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হবে। পরে সমাজকল্যাণের মাধ্য নবজাতককে আজিমপুরের ছোটমনি নিবাসে রাখা হবে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাছির উদ্দিন।
তিনি বলেন, ‘শিশুটির যদি কোনও অভিভাবক না এসে সেক্ষেত্রে সমাজকল্যাণের মাধ্যমে আইনি প্রক্রিয়া শেষে তাকে ছোটমনি নিবাসে দিয়ে দেওয়া হবে। শিশুটি বর্তমানে নবজাতক বিভাগে ভর্তি রয়েছে। শারীরিক ভাবে শিশুটি সুস্থ হচ্ছে।’
Be the first to comment on "ঢামেকে নবজাতক রেখে মা-বাবা উধাও!"