শিরোনাম

ছাত্রলীগের নতুন সাধারণ সম্পাদক কে এই লেখক

 

ঢাকা : অবশেষে পদ হারলেন ছাত্রলীগের বর্তমান কেন্দ্রীয় কমিটির শীর্ষ দুই নেতা রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের জায়গায় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে আল নাহিয়ান খান জয়কে। অন্যদিকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন লেখক ভট্টাচার্য।

 

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য শোভন-রাব্বানী কমিটির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। লেখক ভট্টাচার্যের গ্রামের বাড়ি যশোরের মনিরামপুরে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন।

 

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর লেখক ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, আমার উপর যে দায়িত্ব অর্পণ করেছেন তা আমি আমার সর্বোচ্চ দিয়ে পালন করার চেষ্টা করবো। বঙ্গবন্ধুর সোনার বাংলা তৈরিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশানুযায়ী কাজ করে যাবো।

 

Be the first to comment on "ছাত্রলীগের নতুন সাধারণ সম্পাদক কে এই লেখক"

Leave a comment

Your email address will not be published.


*