সিরাজদিখান প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পানিতে ডুবে শিফা আক্তার মোহনা (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার রশুনিয়া ইউনিয়নের ধামালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিফা আক্তার মোহনা ধামালিয়া গ্রামের মনির শেখের মেয়ে।স্থানীয় লোকজন জানায়, শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে ধামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে বাঁশের সাঁকোর নিচে মোহনাকে দেখে স্থানিয়রা সজনদের খবর দিলে মোহনাকে উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
Be the first to comment on "সিরাজদিখানে পানিতে ডুবে শিশুর মৃত্যু"