শিরোনাম

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২,আহত ১০

 

স্টাফ রিপোর্টার,মুন্সীগঞ্জ :ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের দড়ি বাউশিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার দুপুর ২ টায় এ ঘটনা ঘটে। নিহদতের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। নিহত মো. হোসেন (৪৮) কুমিল্লা জেলার দেবিদারের হোসেন মৃত চান মিয়ার ছেলে। অপর নিহত যুবকের (৩০) পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর ৫ জনকে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ভবের চর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. কবির হোসেন খান বলেন, দুপুর ২ টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের উপর উঠে রং সাইডে বিপরীত দিক থেকে আসা দিকে একটি কাভার্ড ভ্যানের সাথে সজোরে ধাক্কা লাগে। এ সময় বাসটি মহাসড়কে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলে বাসের দুই যাত্রী মারা যায় এবং ১০ যাত্রী আহত হয়। আহতের উদ্ধার করে প্রথমে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় হাইওয়ে পুলিশ। পরে ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। লাশ দুটি ভবেরচর ফাড়িতে রয়েছে। বাস ও কার্ভাড ভ্যান দুটি ভবেরচর ফাড়িতে রয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

 

Be the first to comment on "মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২,আহত ১০"

Leave a comment

Your email address will not be published.


*