সিরাজদিখান প্রতিনিধি: সিরাজদিখানে স্থানীয় দৈনিক সভ্যতার আলো পত্রিকার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। (৯ সেপ্টেম্বর) সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় দৈনিক সভ্যতার আলো পত্রিকার স্টাফ রিপোর্টার সালাউদ্দিন সালমানের সভাপতিত্বে ও সিরাজদিখান প্রতিনিধি ইসমাইল খন্দকারের সঞ্চালণায় আলোচনা সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার,
বিক্রমপুর কুঞ্জ বিহার কলেজের অধ্যক্ষ শামসুল হক হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, ইছাপুরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন হাওলাদার, রশুনিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেন, বয়রাগাদী ইউপি চেয়ারম্যান গাজী মোঃ আলাউদ্দিন, সিরাজদিখান থানার ওসি (অপারেশন) কাজী রমজানুল ইসলাম, সাংবাদিক সামসুজ্জামান পনির, কাজী নজরুল ইসলাম বাবুল, মোহাম্মদ মোক্তার হোসেন, ইমতিয়াজ উদ্দিন বাবুল, সুব্রত দাস রনক,নাজমুল মোল্লা, মোসা: সুলতানা আখতার, আরিফ হোসেন হারিছমো: মোস্তফা, নাছির উদ্দিন, মোহাম্মদ রোমান হাওলাদার, জাহাঙ্গীর আলম চমক, হামিদুল ইসলাম লিংকন, সাইফুল ইসলাম, আজাদ বীন আজম (নাদভী), মো: আজিম প্রমুখ। এছাড়া অতিথীদের মধ্যে রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Be the first to comment on "সিরাজদিখানে দৈনিক সভ্যতার আলোর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত"