শনিবার সন্ধ্যা ৭ টায় কবি পরিষদ, মুন্সীগঞ্জ এর উদ্দ্যোগে মুন্সীগঞ্জ ডিসি পার্ক এর সায়লা ফারজানা মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেলো গুণীজন সম্মাননা প্রদান, কবিতাপাঠ, সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ফারুক মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার এর সাবেক উপ-পরিচালক ও নাট্যকার তা. ম. আসাদুজ্জামান, মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. শাহিন মোঃ আমান উল্লাহ এবং কবি পরিষদ, মুন্সীগঞ্জ এর সাধারণ সম্পাদক সুমন ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি পরিষদ, মুন্সীগঞ্জ এর সভাপতি গোলাম আশরাফ খান উজ্জ্বল। এবছর গুণীজন সম্মাননা পেয়েছেন কবিতা বিভাগে কবি যাকির সাইদ এবং সংগীত বিভাগে কণ্ঠশিল্পী সৈয়দ মোতালেব। অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন প্রধান অতিথি কবি ফারুক মাহমুদ। এছাড়াও কবি পরিষদ মুন্সীগঞ্জ এর পক্ষে প্রধান অতিথির সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের সভাপতিসহ অন্যান্য বিশেষ অতিথিগণ। অতিথিদের বক্তব্যের পাশাপাশি অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাট্যব্যক্তিত্ব শিশির রহমান, কবি শাহানা সিরাজী এবং তরুণ সমাজসেবক মো: সাত্তার মুন্সী।
অনুষ্ঠানে কবিতাপাঠ করেন কবি তমাল ঘোষাল, জগদ্বন্ধু হালদার, কানন ইয়াসিন ও অয়ন সাঈদ। অনুষ্ঠানে নজরুল সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী মোঃ কামরুল ইসলাম ঢালী ও মোঃ আওলাদ হোসেন এবং তবলায় সংগত করেন সুব্রত সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি পরিষদ, মুন্সীগঞ্জ অর্থ-সম্পাদক অনু ইসলাম। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন সাহিত্য-শিল্প-সংস্কৃতিবিষয়ক পত্রিকা পটভূমি।
ডে স্ক রিপোর্ট
Be the first to comment on "মুন্সীগঞ্জে গুণীজন সম্মাননা-কবিতাপাঠ-সংগীতানুষ্ঠান"