শিরোনাম

ভোলাকে মাদক মুক্ত করতে সকলকে একযোগে কাজ করতে হবে।। এসপি

 

এ আর শোয়েব চৌধুরী। প্রেসক্লাবের আয়োজনে ভোলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ভোলাকে মাদক মুক্ত করার ঘোষণা দিয়েছেন। শনিবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এক মতবিনিময় সভায় আইন-শৃঙ্খলা নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে একথা বলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

 

এ সময়  পুলিশ সুপার বলেন, মাদক মুক্ত ভোলা গড়ার লক্ষ্যে আমি কাজ করছি। আপনাদের সহযোগিতা আমাদের দরকার। ইতিমধ্যে একটি মাদকাসক্ত ও মাদক ব্যাবসায়ীদের একটি তালিকা হয়েছে আশা করছি এ বছরের মধ্যে ভোলার আইনশৃঙ্খলা স্বাভাবিক হয়ে যাবে। মাদক মুক্ত ভোলা গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করতে হবে।  সন্ত্রাস,জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 

এতে প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিটিভি জেলা প্রতিনিধি এম এ তাহের, দৈনিক আজকের ভোলা সম্পাদক মু. শওকাত হোসোন, প্রেসক্লাব সহসভাপতি কামাল উদ্দিন সুলতান, সাংবাদিক মোক্তাদির বিল্লাহ বাচ্চু, প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোকাম্মেল হক মিলন, নির্বাহী সদস্য জুন্নু রায়হান, জনকণ্ঠ প্রতিনিধি হাসিব রহমান, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, নির্বাহী সদস্য নাছির লিটন, দপ্তর সম্পাদক এম ছিদ্দিকুল্লাহ, ক্রীড়া সম্পাদক কামরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক হোসাইন সাদী প্রমুখ।

 

Be the first to comment on "ভোলাকে মাদক মুক্ত করতে সকলকে একযোগে কাজ করতে হবে।। এসপি"

Leave a comment

Your email address will not be published.


*