সিরাজদিখান প্রতিনিধি: সিরাজদিখানে বিদেশগামী অভিবাসী কর্মীদের নিয়ে পাক-ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলার রশুনিয়া আইসিটি সেন্টারের উদ্যোগে কারিতাস ঢাকা অঞ্চলের আইএমডিসি প্রকল্পের আয়োজনে এ ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।
লোকাল এডভাইজার কমিটির সভাপতি মোঃ আমিনুল ইসলাম সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ ইমামউদ্দিন শেখ, নারী সদস্য খোরশেদা বেগম, উপজেলা আইএমডিসি প্রকল্পের ফিল্ট মনিটর নরিয়িন চন্দ্র মজুমদার প্রমুখ।
নিরাপদ অভিবাসন কি? ও অভিবাসন প্রক্রিয়া কিভাবে নিরাপদ করা যায় বিভিন্ন ভিডিও ক্লিপ এর মাধ্যমে দেখানো ও বুঝানো হয়। এমসয় ২৫ জন বিদেশগামী অভিবাসী কর্মী ভাইবোনদের গমনপূর্বক ওরিয়েন্টেশন দেয়া হয়।
Be the first to comment on "সিরাজদিখানে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত"