শিরোনাম

প্রিপেইড মিটার সড়িয়ে নেওয়া ও নতুন সংযোগ না দেওয়ার দাবিতে মুন্সীগঞ্জে আন্দোলন

 

জসীম উদ্দীন দেওয়ান: মুন্সীগঞ্জে পল্লী বিদ্যু সমিতির প্রিপেইড মিটার স্থাপন বন্ধ এবং স্থাপিত মিটার সড়িয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করেছেন সচেতন নাগরিক ঐক্য পরিষদ। গেলো চার মাসের ধারা বাহিক আন্দোলনের অংশ হিসেবে,সোমবার দুপুরে এই সংগঠনের ব্যানারে হাজার হাজার গ্রাহকরা এই আন্দোলনে অংশ গ্রহন করে, স্বাভাবিক মিটারের তুলনায় প্রিপেইড মিটার ব্যবহারে কয়েক গুন বেশি খরচ হওয়ার অভিযোগ এনে, অনতিবিলম্বে এই মিটার সড়িয়ে নেওয়ার জোর দাবি জানান। ইতোমধ্যে জেলায় ১১ হাজার প্রিপেইড মিটার স্থাপন করা হয়েছে। প্রিপেইড মিটার ব্যবহারকারীদের তুলনামূলক সুবিধা অসুবিধার হিসেব করে আন্দোলনের ডাক দিয়েছেন সংগঠনটি। আন্দোলনকারীরা বলছেন, বিদ্যুৎ সেবার নাম ভাঙিয়ে গ্রাহকদের উপর বাড়তি খরচ চাপিয়ে দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি। গ্রাহকরা যেহেতু এই মিটার মেনে নিচ্ছেনা। তাই সংযোগ দেওয়া  মিটারগুলো সড়িয়ে নিয়ে গ্রাহকদের ভোগান্তি কমাতে পল্লী বিদ্যুৎ সমিতির শুভ বুদ্ধি হবে বলে মনে করেন তাঁরা। অন্যথায় কঠোর আন্দোলনের হুমকিও দেন এই সংগঠনের নেতৃবৃন্দ।

 

Be the first to comment on "প্রিপেইড মিটার সড়িয়ে নেওয়া ও নতুন সংযোগ না দেওয়ার দাবিতে মুন্সীগঞ্জে আন্দোলন"

Leave a comment

Your email address will not be published.


*