শিরোনাম

গ্রীনম‍্যান অ‍্যাওয়ার্ড পেলেন কথাসাহিত্যিক আলম শাইন

 

স্টাফ রিপোর্টার: জলবায়ু সমস্যা  ও জনসচেতনতা তৈরিতে বিশেষ অবদান রাখায় ‘গ্রীন ম‍্যান অ‍্যাওয়ার্ড -১৯’ পেয়েছেন কথা সাহিত্যিক কলামিস্ট ও বন্যপ্রাণী বিশারদ আলম শাইন।

 

 

রোববার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে ‘জলবায়ু সমস্যা ও অনিশ্চয়তার বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ আলোচনা সভার আয়োজন করে পরিবেশবাদী সংগঠন ‘সবুজ আন্দোলন’। সভা শেষে পরিবেশ ও সামাজিক খাতে বিশেষ অবদান রাখায় ৮ জন বিশিষ্ট নাগরিককে ‘গ্রীনম্যান অ্যাওয়ার্ড ২০১৯’ দেওয়া হয়। তাদের হাতে ক্রেস্ট  তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা: শহিদুল্লাহ সিকদার। এতে যোনায়েদ সাকি সহ অন্যান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সম্মাননা পাওয়া অন্যরা হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার, বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ,

 

নাট্যকার ও পরিচালক মোহন খান, বাংলাভিশনের সিনিয়র সাংবাদিক শারমিন ইব্রাহিম, ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার রেদওয়ান আহমেদ, নিউজ ২৪ এর ঢাকা জেলা প্রতিনিধি মোঃ নাজমুল হুদা ও নরসিংদী প্রেসিডেন্সি কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মোঃ মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশবাদী সামাজিক সংগঠন সবুজ আন্দোলনের চেয়ারম্যান বাপ্পী সরদার।

পরিবেশ আন্দোলনের অন্যতম উদীয়মান সংগঠন ‘সবুজ আন্দোলন’ প্রতিষ্ঠিত হয় ২০১৮ সালের ১ সেপ্টেম্বর।

 

 

Be the first to comment on "গ্রীনম‍্যান অ‍্যাওয়ার্ড পেলেন কথাসাহিত্যিক আলম শাইন"

Leave a comment

Your email address will not be published.


*