সিরাজদিখান প্রতিনিধি।।ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের সিরাজদিখানে যাত্রীবোঝাই বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় গতকাল শনিবার দুপুরে নিখোঁজ একজনের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। তার নাম মো. সুজন মিয়া (৩০)। সে দুর্ঘটনা কবলিত বাসের হেলপাড়। তার বাড়ি লালমনিরহাট।
হাসাড়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল বাসেদ মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, দুপুর ২ টার দিকে দুর্ঘটনাস্থলের খাদের পানি থেকে বাসের হেলপাড় সুজন মিয়ার মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, আগের দিন শুক্রবার দুপুর ১ টার দিকে উপজেলার রামেখোলা এলাকায় গাংচিল পরিবহনের (ঢাকা-মেট্রো-ব-১৪-৫৫১৪) দ্রুত গতির বাসটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে গেলে ২০ জন আহত হয়। এ ঘটনায় বাসটির হেলপাড় নিখোঁজ থাকে। ওই দিনই হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে।
Be the first to comment on "সিরাজদিখানে নিখোঁজ হেলপাড়ের মরদেহ উদ্ধার"