শিরোনাম

সিরাজদিখানে ঢাকা-মাওয়া মহাসড়কে বাস খাদে পড়ে আহত ২০

সিরাজদিখান প্রতিনিধি : মুন্সীগঞ্জ সিরাজদিখানের ঢাকা-মাওয়া মহাসড়কে  ঢাকা হতে মাওয়াগামী গাংচিল পরিবহন ঢাকা-মেট্রো-ব-১৪-৫৫১৪ যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২০ জন বাসযাত্রী আহত হয়েছেন।

শুক্রবার দুপুর ১ টার দিকে মহাসড়কের রামেরখোলা নামক  এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

আহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ,শ্রীনগর ফায়ার সার্ভিস ও এলাকাবাসী তাদের উদ্ধার করে নিমতলা জনসেবা ও বসুমতি হাসপাতালে এবং গুরুতর আহতদের ঢাকা মেডিক্যালে নেওয়া হয়েছে ।

হাসাড়া হাইওয়ে থানার ওসি মো.আব্দুল বাসেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি প্রায় ৫০জন যাত্রী নিয়ে খাদে পড়ে যায় এতে প্রায় ২০ জনের মতো আহত হয়েছে । কিছু আহত সিরাজদিখানের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে আর গুরুতর কয়েকজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে ।

 

 

Be the first to comment on "সিরাজদিখানে ঢাকা-মাওয়া মহাসড়কে বাস খাদে পড়ে আহত ২০"

Leave a comment

Your email address will not be published.


*